জামালপুর পৌরসভাবাসীর জন্য সুখবর!!!
বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. পর্যন্ত। যে কোন কম্পিউটারের দোকান/ মোবাইল ফোন হতে https://mis.bhata.gov.bd/onlineApplication
এই লিংকে প্রবেশ করে ভাতার জন্য আবেদন করা যাবে। উল্লেখ্য, যারা ইতোমধ্যে ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন করতে যা যা লাগবে-
বয়স্ক ভাতা-
১. এনআইডি কার্ড (বয়স: পুরুষ-৬৫, মহিলা-৬২ বা তদূর্ধ্ব)
২. ভাতাভোগীর নিজ নামে সিম ও নগদ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন নাম্বার)।
প্রতিবন্ধী ভাতা-
১.এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধন কার্ড
২.শহর সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্র / প্রতিবন্ধী পরিচয়পত্র
৩. ভাতাভোগীর নিজ/পরিবারের সদস্যের নামে সিম ও নগদ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন নাম্বার)।
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা-
১.এনআইডি কার্ড
২.স্বামীর মৃত্যু সনদ/পৌরসভা কর্তৃক স্বামী নিগৃহীতা সনদ
৩.ভাতাভোগীর নিজ নামে সিম ও নগদ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন নাম্বার)।
জনস্বার্থে বিষয়টি ব্যাপকভাবে প্রচার এবং অনলাইন আবেদন করার ক্ষেত্রে সর্বসাধারণকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে-
ফারুক মিয়া
সমাজসেবা অফিসার
শহর সমাজসেবা কার্যালয়
জামালপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস