Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Seminar
Details

১০/০৭/২০২৪ খ্রি. শহর সমাজসেবা কার্যালয়, জামালপুর কর্তৃক আয়োজিত "সামাজিক নিরাপত্তা কর্মসূচীর  আওতায় ভাতাভোগীদের অর্থের সুরক্ষা ও ডিজিটাল হ্যাকিং প্রতিরোধে করণীয় ও সুপারিশ " শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য উপপরিচালক জনাব আঃ কাইয়ুম স্যার, মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা স্যার,অতিরিক্ত পরিচালক জনাব তাপস ফলিয়া স্যার,উপপরিচালক জনাব আলী হায়দার ভূইয়া স্যার। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক স্যার,প্যানেল মেয়র,সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌসী স্যার, নগদের জেলা প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং জামালপুর পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ। সেমিনারে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের অর্থের সুরক্ষা ও হ্যাকিং প্রতিরোধে উপকারভোগীদের সকল পর্যায় হতে সচেতনতার বিষয়ে আলোচনা করা হয়।  যার যার এলাকায় ভাতাভোগীদের প্রতারক চক্র হতে সাবধানের জন্য সচেতনতা মূলক কার্যক্রমের উপর আলোচনা করা হয়

Attachments
Publish Date
12/07/2024
Archieve Date
31/12/2025