Wellcome to National Portal
Main Comtent Skiped

Details Of Training

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সমাজসেবা অধিদফতর

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র

শহর সমাজসেবা কার্যালয়, জামালপুর

 


বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত ট্রেড সংখ্যা - ০৮

চলমান ট্রেড সংখ্যা - ০৬ (বাকি ০২টি ট্রেড- মোবাইল সার্ভিসিং ও হর্টিকালচার নার্সারী চালুকরণের প্রক্রিয়াধীন রয়েছে)

ডেস্কটপ কম্পিউটার সংখ্যা -৪৩ টি।

ল্যাপটপ সংখ্যা- ০৭টি।

প্রজেক্টর সংখ্যা- ০২ টি।


প্রশিক্ষণ কার্যক্রমসমূহ:

ক্রমিক

ট্রেডের নাম

জুলাই- ডিসেম্বর /২০২৩

সেশনে ভর্তিকৃত প্রশিক্ষণার্থী

এখন পর্যন্ত মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা

মন্তব্য

কম্পিউটার এন্ড অফিস এপ্লিকেশন

২০৪ জন

৬৩৫৫ জন


ড্রেস মেকিং এন্ড কাটিং

০৮ জন

১৩৮৪ জন


গ্রাফিক্স এন্ড ডিজাইন

০১ জন

৬৫ জন


বিউটিফিকেশন

০০

১৬ জন


আমিনশীপ

০২ জন

৪২ জন


প্রফিসিয়েন্সি ইন ইংলিশ কমিউনিকেশন

০০ জন

২১ জন



মোট

২১৫ জন

৭৮৮৩ জন


 

জনবলঃ সমন্বয় পরিষদ  

ক্রম

পদের নাম

কর্মরত

মন্তব্য


কম্পিউটার প্রশিক্ষক  

০২



সেলাই প্রশিক্ষক

০১



পরিছন্নতাকর্মী

০১



মোট

০৩ জন


 

প্রশিক্ষণ কেন্দ্রের বিবরণ:

প্রশিক্ষণ কেন্দ্রের নাম

:

দক্ষতা উন্নয়ন প্রশক্ষিণ  কেন্দ্র, শহর সমাজসবো কাযালয়, জামালপুর (বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ও  জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র)

প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অবকাঠামো ও জনবল

:

৬ তলা ভবনরে  গ্রান্ডফ্লোরে ভাড়া বাড়িতে প্রায় ১০৫০ র্বগফুট বিশিষ্টি।

জনবল: প্রশক্ষিক- ৩ জন, পরিচ্ছন্ন কর্মী ১ জন

২০২২-২৩ অর্থ বছরে বাজেট বরাদ্দ (বাংলদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ)

:

২,০০,০০০/- ( দুই লক্ষ) টাকা মাত্র

২০২২-২৩ অর্থ বছরে প্রশিক্ষণার্থীর  সংখ্যা

:

৪৪০ জন

মোট প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণার্থীর সংখ্যা

:

৭৮৮৩ জন

প্রশিক্ষণ সংক্রান্ত মডিউল

:

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত মডিউল অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণের সময়কাল

:

৬ মাস

প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ ভাতা (দৈনিক)

:

নাই

প্রশিক্ষকের সম্মানী (দৈনিক)

:

নাই

১০

বর্তমান অর্থ বছরে কত জনকে প্রশিক্ষণ দিতে হবে

:

৫০০ জন

১১

বর্তমান অর্থবছরে কতজনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে

:

২১৫ জন

১২

প্রশিক্ষণ কার্যক্রমের বাস্থবায়নের অগ্রগতির শতকরা হার

t

১০০%

১৩

প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের সমস্যা:

t

 ১. মহিলা বিষয়ক অধিদপ্তর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণের পর প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান করা হয়। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, জামালপুর সমন্বয় পরিষদের মাধ্যমে পরিচালিত বলে দৈনিক  ভাতা প্রদান করা সম্ভব হয়না।

২. প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকলে প্রশিক্ষণার্থীর পরিশোধিত ফি থেকে প্রশিক্ষকের সম্মানী দেওয়া হয়। কিন্তু সরকারীভাবে সম্মানী দেওয়া সম্ভব হয়না।

৩. দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ফি পরিশোধের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কোর্স সম্পন্ন করতে হয় এ জন্য প্রশিক্ষনার্থী অন্য দপ্তরে প্রশিক্ষণ নিতে আগ্রহ প্রকাশ করে।

৪. করোনা মহামাররি কারণে ট্রড ভিত্তিকি প্রশিক্ষর্ণাথীর সংখ্যা কম

৫. নিজস্ব ভবন তৈরি করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত করা হলে এটি আরো কার্যকরী প্রতিষ্ঠান  হিসেবে মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে

১৪

cÖwkÿY Kvh©µg ev¯Íevq‡b KiYxq/civgk©

t

1| cÖwkÿYv_©x I cÖwkÿ‡Ki ˆ`wbK fvZv cÖ`vb Kiv nq bv| miKvix fv‡e ভাতা cÖ`vb wbwðZ করা হলে কার্যক্রম আরো সুষ্ঠু হবে

2|  AÂj‡f‡` ¯’vbxq Pvwn`v †gvZv‡eK †UªW Pvjy Kiv n‡j `ÿ Rbkw³ ˆZwi m¤¢e n‡e|


  • শহর সমাজসেবা কার্যালয়, জামালপুর এর আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের যে সকল ট্রেড সমূহের প্রশিক্ষণ প্রদান করা এর বাহিরে কিছু ট্রেড এর চাহিদা রয়েছে। যেমন-

১.   মটর ড্রাইভিং

২.  ইলেকট্রিক এন্ড হাউজ ওয়েরিং


  • দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ট্রেড সমূহ বৃত্তিমূলক যা গ্রহণ করার মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। সে অনুযায়ী উক্ত ট্রেড সমূহের বর্তমানে জামালপুর জেলায় চাহিদা রয়েছে।