সম্মানিত জামালপুর পৌরসভাবাসী,
বয়স্ক ও বিধবা ভাতা প্রত্যাশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বয়স্ক ভাতা প্রত্যাশী এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা প্রদানের নিমিত্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
#আবেদনের সময়সীমা ০৯-০৪-২৫ হতে ১৭-৪-২০২৫ পর্যন্ত।
#আবেদন লিংক dss.bhata.gov.bd/online-Application
যারা ইতোমধ্যে ভাতার আওতাভুক্ত হয়েছেন এবং ভাতার জন্য আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।(উল্লেখ্য আবেদন এর প্রেক্ষিতে পরবর্তীতে অধিদপ্তর হতে অতিরিক্ত ভাতা বরাদ্দ প্রাদানের সম্ভাবনা রয়েছে )
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS