বিজ্ঞপ্তি/নোটিশ
২০২৪-২০২৫ অর্থবছরে বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতার অর্থ G2P (Government 2 Person) পদ্দতিতে পরিশোধের নিমিত্ত অনলাইন আবেদন গ্রহণ, উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে,২০২৪-২৫ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতা কর্মসূচিতে নতুন উপকারভোগী নির্বাচন করার জন্য বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তির নিকট হতে সমাজসেবা অধিদপ্তরের web based management information system (MIS) Disability information system (DIS) ডাটাবেইজ এ সংরক্ষিত তথ্য যাচাইপূর্বক শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর ২০২৪ খ্রি: তারিখ হতে ১৪ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত mis bhata.gov.bd/onlineAplication লিংকে অনলাইনে ভাতার আবেদন করা।
০২। প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদনের জন্য যা প্রয়োজন;
ক. সুবর্ণ নাগরিক পরিচয়পত্র
খ. আবেদনকারীর নামে নিবন্ধিত সক্রিয় নগদ হিসাব নম্বর (মোবাইল নম্বর)
০৩। আবেদনকারী ইতোমধ্যে ভাতা পেয়ে থাকলে/সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না/আবেদন করার প্রয়োজন নেই।
০৪। অনলাইনে প্রাপ্ত আবেদন, পূর্বের অনলাইনে আবেদন তালিকা এবং পূর্বের অপেক্ষমান তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রতিবন্ধী ভাতা বাস্তবায়ন নীতিমালা ২০১৩ অনুযায়ী চূড়ান্তভাবে উপকারভোগী নির্বাচন করা হবে। নির্বাচিত উপকারভোগীগণ ০১ জুলাই ২০২৪ খ্রি: তারিখ হতে ভাতা প্রাপ্য হবেন।
০৫। প্রতিবন্ধী ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তিগণ যারা এখনও সুবর্ণ নাগরিক কার্ড সংগ্রহ করেন নি, তারা আগামী ৩০ অক্টোবর ২০২৪খ্রি. তারিখের মধ্যে শহর সমাজসেবা কার্যালয়, জামালপুর এ উপস্থিত হয়ে জরিপ কার্য সম্পাদন করে সুবর্ণ নাগরিক কার্ড সংগ্রহ পূর্বক অনলাইনে ভাতা প্রাপ্তির জন্য আবেদন করবেন।
জনস্বার্থে বিজ্ঞপ্তিটি প্রচার করা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS